|
job circular |
লেখা পড়া অথবা প্রশিক্ষণ শেষে অথবা নরমালিই প্রয়োজন পড়ে একটি চাকুরীর। জীবন পরিচালনার জন্য অপরিহার্য হয়ে উঠে একটি চাকুরী প্রাপ্তির। আর তাই আমাদের আজকের পোস্ট job circular.
এ পোস্টে ভিজিট করে আপনি পেতে পারেন গত সপ্তাহের সারা দেশের সকল চাকুরীর খবর।
ভালো ফলাফল পেতে সস্মানিত ভিউয়ারদেরকে অনুরোধ করছি যে, চাকুরীর ওয়েবসাইটটি যখন ওপেন হবে তখন কোথাও ক্লিক না করে বরাবর স্ক্রল ডাউন করে শুধু নিচের দিকে নামবেন ও নিচেই অটো প্রকাশিত রয়েছে আপনার কাঙ্খিত চাকুরির পত্রিকাটি।
এছাড়া আপনার মোবাইলে যদি chrome browser, google drive & pdf viewer এ ৩টি এপ্লিকেশন ইনস্টল করা না থাকে, তাহলে প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনা মূল্যে এগুলো ইনস্টল করার প্রতিও অনুরোধ করছি।
তো চাকুরির পত্রিকাটি পড়তে চাইলে
অথবা
এছাড়া আপনি যদি যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করতে চান, তবে-
[লেখাপড়া, প্রশিক্ষণ ও কেরিয়ার সহ প্রয়োজনীয় নানাবিধ বিষয়ে জানতে ar100.net অথবা
ar900.com গুগলে লিখে সার্চ দিন ও আপনার প্রয়োজনীয় বিষয়টির জন্য ভালোভাবে ভিজিট করুন। প্রয়োজনে ভবিষ্যতে ব্যবহার করার লক্ষ্যে এ ২টি ওয়েবসাইট নোট খাতায় লিখে রাখুন।
ইনশা’আল্লাহ লেখাপড়া, চাকুরী, প্রশিক্ষণ এবং কেরিয়ার বিষয়ক অনেক কিছুই এ ২টি ওয়েব সাইটে পাবেন।
সার্চ দেয়ার পর ওয়েবসাইটটি যখন ওপেন হবে তখন দেখবেন মোবাইলের উপরে তিনটি ফোঁটা রয়েছে। এ ৩টি ফোঁটায় টার্স করুন এবং এরপর যে লেখাগুলো আসবে সেখান থেকে Add to home screen এ পুনরায় টার্চ করুন ও প্রয়োজনে Add এ আবার টার্চ করুন এবং এ ওয়েবসাইটটিকে এপস হিসেবে ব্যবহার করুন। এরফলে প্রয়োজনীয় বিষয় জানার জন্য ভিজিট করতে, মোবাইলের হোমস্ক্রিণে এ সাইটের আইকনের উপর টার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হবে। গুগলে আর কিছু লিখে সার্চ করতে হবে না।]
job circular এ পোস্টটি যদি আপনার বা মানুষের উপকারে আসবে বলে মনে করেন, তবে পোস্টটি শেয়ার করে দিবেন।
অন্যদিকে কোন ভূলত্রুটি পেলে তাহলে আমাকে তা জানাবেন, এ অনুরোধ রইলো আপনাদের সকলের প্রতি।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় আজ এ পর্যন্ত। আল্লাহ্ হাফেজ। ধন্যবাদ সবাইকে।
0 Comments