[ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার রুটিন, ফলাফল, বুকলিস্ট, মার্কডিস্ট্রিবিউশন ইত্যাদি বিষয়ে ও পলিটেকনিক সম্পর্কিত অন্যান্য বিষয়ে জানতে ar100.net অথবা
ar900.com গুগলে লিখে সার্চ দিন ও প্রয়োজনীয় বিষয়টির জন্য ভালোভাবে ভিজিট করুন। প্রয়োজনে ভবিষ্যতে ব্যবহার করার লক্ষ্যে এ ২টি ওয়েবসাইট নোট খাতায় লিখে রাখুন।
ইনশা’আল্লাহ লেখাপড়া এবং কেরিয়ার বিষয়ক অনেক কিছুই এ ২টি ওয়েব সাইটে পাবেন।
সার্চ দেয়ার পর, ওয়েবসাইটটি যখন ওপেন হবে তখন দেখবেন মোবাইলের উপরে তিনটি ফোঁটা রয়েছে। এ ৩টি ফোঁটায় টার্স করুন এবং এরপর যে লেখাগুলো আসবে সেখান থেকে Add to home screen এ পুনরায় টার্চ করুন ও প্রয়োজনে Add এ আবার টার্চ করুন এবং এ ওয়েবসাইটটিকে এপস হিসেবে ব্যবহার করুন। এরফলে প্রয়োজনীয় বিষয় জানার জন্য ভিজিট করতে, মোবাইলের হোমস্ক্রিণে এ সাইটের আইকনের উপর টার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হবে। গুগলে আর কিছু লিখে সার্চ করতে হবে না।]
Compact Polytechnic Institute Feni এ পোস্টটির মাধ্যমে যদি আপনার উপকার হয়েছে বলে মনে করেন, তবে পোস্টটি শেয়ার করে দিবেন।
অন্যদিকে কোন ভূলত্রুটি পেলে তবে আমাকে তা অবহিত করবেন।
আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। সুখে থাকুন। ধন্যবাদ সবাইকে।
0 Comments