![]() |
বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড |
সনদপত্র, ভর্তি, পরীক্ষা, ফলাফল, ইত্যাদি যে কোন প্রয়োজনে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড এ যোগাযোগ করতে-
এছাড়া পুরো সপ্তাহে দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিকে প্রকাশিত চাকরীর খবর জানতে-
[ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের প্রতি আমার পরামর্শ, উপরে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড এ যোগাযোগের ক্ষেত্রে টার্চ করার পরে ওপেন হলে তোমরা অন্তপক্ষে সময়ানুযায়ী ‘বিজ্ঞপ্তি এর ডিপ্লোমা পর্যায়ে’ এবং ‘চলমান ফলাফল এর ডিপ্লোমা পর্যায়ে’ টার্চ করে খবরা-খবর রাখবে এবং আপাতত চাকরী নিয়ে এতো ব্রাউজ করবে না। আগে লেখাপড়া কর, পরে চাকুরী।
আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক বিষয়ক যে কোন সহায়ক যেমন পরীক্ষার রুটিন, বুকলিস্ট, মার্কডিস্ট্রিবিউশন, ফলাফল ইত্যাদি বিষয়ে ও প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে জানতে ar100.net অথবা
ar900.com গুগলে লিখে সার্চ দিবে ও প্রয়োজনীয় বিষয়টির জন্য ভালোভাবে ভিজিট করবে। প্রয়োজনে ভবিষ্যতে ব্রাউজ বা ব্যবহার করার লক্ষ্যে এ ২টি ওয়েবসাইট তোমাদের নোট খাতায় লিখে রাখ।
লেখাপড়া এবং কেরিয়ার বিষয়ক অনেক কিছুই এ ২টি ওয়েব সাইটে পাবে। যদিও ওয়েবসাইট ২টি নতুন; তবুও তোমাদের সহযোগিতাই পারে তোমাদের লেখাপড়া ও ক্যারিয়ারের জন্য সহায়ক হবে, এ রকম পোস্ট পাবলিশিং অব্যাহত ভাবে চালিয়ে যেতে।
এ ক্ষেত্রে তোমাদেরকে আরো পরামর্শ দিচ্ছি যে, যখন ওয়েবসাইটটি (যে কোন) ওপেন হবে তখন দেখবে মোবাইলের উপরে তিনটি ফোঁটা রয়েছে। তোমরা সেখানে টার্চ করবে এবং এরপর যে লেখাগুলো আসবে সেখান থেকে Add to home screen এ পুনরায় টার্চ করে ও প্রয়োজনে Add এ আবার টার্চ করে, এ ওয়েবসাইটটিকে এপস হিসেবে ব্যবহার করবে। তখন তোমাদের প্রয়োজনীয় বিষয় জানতে তোমাদের মোবাইলের হোমস্ক্রিণে এ সাইটের আইকনের উপর টার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হবে। গুগলে আর কিছু লিখে সার্চ করতে হবে না।]
0 Comments