 |
মাসআলা শিক্ষা |
নামাজ পড়তে হলে একজন মুসল্লিকে অবশ্যই অযু, গোছল ও তায়াম্মুম তথা পবিত্রতা হাছিল করতে হবে ও এ বিষয়ক মাসআলা সমূহ এবং নামাজ বিষয়ক মাসআলা সমূহ শিখতে হবে। আর সে লক্ষেই আমাদের আজকের পোস্ট মাসআলা শিক্ষা।
তাই আপনি যদি এ বিষয়ক মাসআলা সমূহ শিখতে চান তাহলে নিম্নে প্রদান করা লিংকে ক্লিক করে ধারাবাহিক ভাবে ভিডিও সমূহ দেখুন ও অবহেলা না করে মনোযোগ দিয়ে শিখুন অথবা যেটি আপনার প্রয়োজন সে ভিডিও’র উপর ক্লিক করে গুরুত্ব দিয়ে শিখুন।
তো মাসআলা শিখতে চাইলে-
এখানে ক্লিক করুন
এছাড়া পবিত্র কুরআন তিলাওয়াত শিখতে চাইলে-
এখানে ক্লিক করুন
[লেখাপড়া, প্রশিক্ষণ ও কেরিয়ার এবং জীবন সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে জানতে ar100.net অথবা
ar900.com গুগলে লিখে সার্চ দিন ও ভালোভাবে ভিজিট করুন। প্রয়োজনে ভবিষ্যতে ব্যবহার করার লক্ষ্যে এ ২টি ওয়েবসাইট সেভ রাখুন। অথবা এ পোস্টটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন।
সার্চ দেয়ার পর ওয়েবসাইটটি যখন ওপেন হবে তখন দেখবেন মোবাইলের উপরে তিনটি ফোঁটা রয়েছে। এ ৩টি ফোঁটায় টার্স করুন এবং এরপর যে লেখাগুলো আসবে সেখান থেকে Add to home screen এ পুনরায় টার্চ করুন ও প্রয়োজনে Add এ আবার টার্চ করুন, তখন এ ওয়েবসাইটের আইকন আপনার মোবাইল বা কম্পিউটারের হোম স্ক্রীণে থাকবে। এরফলে এ সাইটের আইকনের উপর টার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হবে। গুগলে আর কিছু লিখে সার্চ করতে হবে না।
মাসআলা শিক্ষা এ পোস্টটি যদি আপনার ভালো লাগে, তবে পোস্টটি শেয়ারের অনুরোধ রইলো।
অন্যদিকে কোন ভূলত্রুটি পেলে তবে আমাকে তা অবহিত করতে ভূলবেন না।
ইনশা’আল্লাহ লেখাপড়া, কেরিয়ার এবং জীবন সংশ্লিষ্ট অনেক কিছুই এ ২টি ওয়েব সাইটে পাবেন।]
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।
0 Comments