ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রিয় ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা তোমাদের বিভিন্ন টেকনোলোজির ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের এবং রিলেটেড পর্ব সমূহের polytechnic exam routine 2022 অর্থাৎ ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
এছাড়া যদি বিভিন্ন বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে চাও তবে এখানে ক্লিক কর।
তাছাড়া যদি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে চাও তবে এখানে ক্লিক করতে পার।
[ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার রুটিন, ফলাফল, বুকলিস্ট, মার্কডিস্ট্রিবিউশন ইত্যাদি বিষয়ে ও diploma engineering সম্পর্কিত অন্যান্য বিষয়ে জানতে ar100.net অথবা
ar900.com গুগলে লিখে সার্চ দাও ও প্রয়োজনীয় বিষয়টির জন্য ভালোভাবে ভিজিট কর। প্রয়োজনে ভবিষ্যতে ব্যবহার করার লক্ষ্যে এ ২টি ওয়েবসাইট নোট খাতায় লিখে রাখ ও সংরক্ষণ কর।
ইনশা’আল্লাহ লেখাপড়া এবং কেরিয়ার বিষয়ক অনেক কিছুই এ ২টি ওয়েব সাইটে পাবে।
সার্চ দেয়ার পর ওয়েবসাইটটি যখন ওপেন হবে তখন দেখবে মোবাইলের উপরে তিনটি ফোঁটা রয়েছে। এ ৩টি ফোঁটায় টার্স কর এবং এরপর যে লেখাগুলো আসবে সেখান থেকে Add to home screen এ পুনরায় টার্চ কর ও প্রয়োজনে Add এ আবার টার্চ কর এবং এ ওয়েবসাইটটিকে এপস হিসেবে ব্যবহার কর।
এরফলে ওয়েবসাইটের আইকন মোবাইল হোমস্ক্রীণে দৃশ্যমান হবে। তখন প্রয়োজনীয় বিষয় জানার জন্য ভিজিট করতে, মোবাইলের হোমস্ক্রিণে দৃশ্যমান এ সাইটের আইকনের উপর টার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হবে। গুগলে আর কিছু লিখে সার্চ করতে হবে না।]
polytechnic exam routine 2022 এ পোস্টটি শেয়ারের অনুরোধ রইলো।
0 Comments