Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ads space

polytechnic exam routine 2022

 

polytechnic exam routine 2022


ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রিয় ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা তোমাদের বিভিন্ন টেকনোলোজির ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের এবং রিলেটেড পর্ব সমূহের polytechnic exam routine 2022 অর্থাৎ ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

সম্পূর্ণ রুটিনটি দেখতে এখানে ক্লিক কর  https://drive.google.com/file/d/1BJqf3qHY7OrozhLwjYN0qvEro5dAJ3Ze/view?usp=drivesdk

এছাড়া যদি বিভিন্ন বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে চাও তবে এখানে ক্লিক কর

তাছাড়া যদি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে চাও তবে এখানে ক্লিক করতে পার

[ডিপ্লোমা  ইঞ্জিনিয়ারিং পরীক্ষার রুটিন, ফলাফল, বুকলিস্ট, মার্কডিস্ট্রিবিউশন ইত্যাদি বিষয়ে ও diploma engineering সম্পর্কিত অন্যান্য বিষয়ে  জানতে ar100.net অথবা

 ar900.com গুগলে লিখে সার্চ দাও ও প্রয়োজনীয় বিষয়টির জন্য ভালোভাবে ভিজিট কর। প্রয়োজনে ভবিষ্যতে ব্যবহার করার লক্ষ্যে এ ২টি ওয়েবসাইট নোট খাতায় লিখে রাখ ও সংরক্ষণ কর।

 ইনশা’আল্লাহ লেখাপড়া এবং কেরিয়ার বিষয়ক অনেক কিছুই এ ২টি ওয়েব সাইটে পাবে।

সার্চ দেয়ার পর ওয়েবসাইটটি যখন ওপেন হবে তখন দেখবে মোবাইলের উপরে তিনটি ফোঁটা রয়েছে। এ ৩টি ফোঁটায় টার্স কর এবং এরপর যে লেখাগুলো আসবে সেখান থেকে Add to home screen এ পুনরায় টার্চ কর ও প্রয়োজনে Add এ আবার টার্চ কর এবং এ ওয়েবসাইটটিকে এপস হিসেবে ব্যবহার কর।

এরফলে ওয়েবসাইটের আইকন মোবাইল হোমস্ক্রীণে দৃশ্যমান হবে। তখন প্রয়োজনীয় বিষয় জানার জন্য ভিজিট করতে, মোবাইলের হোমস্ক্রিণে দৃশ্যমান এ সাইটের আইকনের উপর টার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হবে। গুগলে আর কিছু লিখে সার্চ করতে হবে না।] 

polytechnic exam routine 2022 এ পোস্টটি শেয়ারের অনুরোধ রইলো।

আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো।

Post a Comment

0 Comments