Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ads space

বেহেশতী জেওর পড়া

 

বেহেশতী জেওর পড়া


জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। তাই সত্যিকার মুসলমান হতে হলে, বেহেশতী জেওর পড়া এ পোস্টে ক্লিক করে বইটি  শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও বাদ না দিয়ে ভালো ভাবে পড়া প্রয়োজন ও আলেমদের নিকট থেকে এ বিষয়ে জ্ঞান অর্জন করা আবশ্যক।

বেহেশতী জেওর পড়া, এ পোস্টটি ভালো লাগলে, তবে শেয়ার করার জন্য অনুরোধ করছি।

ছোট বেলায় মাদ্রাসায় যেতে পারেননি। তাই এখন এ বইটি সহ এ সাইটে প্রকাশ করা শধুমাত্র ৩টি বই (নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা, কবীরা গুনাহ ও এ বই) শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও বাদ না দিয়ে ভালো ভাবে একজন ছাত্রের মত পড়ুন, শিখুন এবং আমল করুন। আমি আশা করি আপনার ছুটে যাওয়া ঐ ফরজ তরকের গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন, রেখে যাওয়া ফরজিয়ত আপনার আদায় হবে।

এ ৩টি বইয়ের যেখানে আপনি বুঝতে পারছেন না, সে বিষয়ে নিকটস্থ আলেমদের স্বরণাপর্ণ হোন; প্রয়োজনে অর্থ ব্যয় করুন। কারো বিরোধিতার কারণে কোন ইসলামী আইনের বই না পড়া বা মাসআলা শিখতেই না চাওয়া ইহা কি সঠিক হবে? আপনাকে জ্ঞান অর্জন করতে হবে না!? তাই কারো বিরোধিতায় কান না দিয়ে বইটি পড়তে

এখানে ক্লিক করুন 

অথবা

এখানে ক্লিক করুন। 

কোনটিই যদি ওপেন না হয় তাহলে প্লে স্টোর থেকে google drive ইহা ইনস্টল করে নিন।

 আবার কেউ যদি আল কোরআন তিলাওয়াত করতে চান তবে

এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments